বুধবার | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মিরপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন

প্রিয় রাজশাহী ডেস্কঃ মিরপুর রুটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত ‘চৈতালী’ বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ বিকাল ৩টায় শিক্ষার্থীদের নামিয়ে ফেরার পথে মিরপুর বাঙলা কলেজের মোড়ে এই ঘটনা ঘটে।

বিআরটিসির দ্বিতল বাসটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত বহন করতো। আগুন লাগার ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনাটি নিশ্চিত করে বাসটির চালক হাওলাদার মুহাম্মদ নিজামুদ্দীন বলেন, আমি শিক্ষার্থীদের নামিয়ে ফিরছিলাম। বাঙলা কলেজের সামনে মানুষজন আমাকে বললো যে আপনার বাসের দুই তলায় আগুন। তখন গাড়ি থামিয়ে আগুন নেভানোর চেষ্টা করি, এ সময় বাঙলা কলেজের শিক্ষার্থীরা আমাকে সহায়তা করে। কে বা কারা আগুন দিয়েছে আমি জানি না। বাসেও তখন কেউ ছিল না।

চৈতালী কার্যনির্বাহী কমিটির সভাপতি আরিফুজ্জামান বর্ষণ বলেন, দুপুর দেড়টার শিক্ষার্থীদের নামিয়ে ডিপোতে যাওয়ার সময় বাংলা কলেজের সামনে নিজাম মামার বাসের দ্বিতীয় তলায় আগুন লাগিয়ে দেওয়া হয়। বাংলা কলেজের শিক্ষার্থীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।

তিনি আরো বলেন, শিক্ষার্থীরা বাসে না থাকায় কোনো দুর্ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা থাকলে বড় দুর্ঘটনা ঘটতে পারতো।

প্রি/রা/তো

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.