বৃহস্পতিবার | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আদমদীঘিতে অবরোধের প্রতিবাদে রাজপথে সাধারণ নারীরা

নিজস্ব প্রতিবেদক, আদমদিঘীঃ বিএনপি-জামায়াতের দেশবিরোধী সন্ত্রাস জঙ্গীবাদ, ষড়যন্ত্র এবং অবরোধের প্রতিবাদে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তির নেতৃত্বে বিক্ষোভ মিছিল এবং শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে আদমদীঘি উপজেলার সান্তাহার দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় এবং রেল স্টেশন ও পৌর শহরের বিভিন্ন সড়কে নেতাকর্মীরা অবস্থান নেয়।

এসময় অবরোধের প্রতিবাদ জানাতে তৃপ্তির নেতৃত্বে শত শত সাধারণ নারীরা ঘর থেকে বেড়িয়ে এই বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশে যোগ দেন।

এরপর বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ কার্যালয়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

অবরোধের প্রতিবাদ কর্মসূচিতে যোগদেন সান্তাহার ইউনিয়ন আওয়মালীলীগে সহ সভাপতি আমিনুল ইসলাম, আওয়ামী লীগ নেতা রুবেল হোসেন, উজ্জল, মিঠু, সান্তাহার ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, যুবলীগ নেতা সোহেল, ফারুক, উপজেলা মহিলা যুবলীগের সহ সম্পাদক তাসমেরী খানম পিংকি ও উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন প্রমুখ।

উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি বলেন, বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করতে সকালে বের হওয়ার পর থেকে অসংখ্য নারীরা আমাদের কর্মসূচিতে যোগদেন।

প্রি/রা/তো

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.