নিজস্ব প্রতিবেদক, রানীনগরঃ নওগাঁর রাণীনগর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত ওসি আবু ওবায়েদ। রবিবার সকাল সাড়ে ১০টায় নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, রাণীনগর থানার নবাগত ওসি আবু ওবায়েদ, যায়যায়দিনের প্রতিনিধি শহিদুল ইসলাম, যুগান্তরের প্রতিনিধি সুকুমল কুমার প্রামানিক, করোতোয়ার প্রতিনিধি সাইফুল ইসলাম ও সমকালের প্রতিনিধি ওহেদুল ইসলাম মিলন।
মতবিনিময়কালে রাণীনগর থানার নবাগত ওসি আবু ওবায়েদ সবার সহযোগীতা নিয়ে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় রাণীনগর উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রি/রা/তো