বৃহস্পতিবার | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহী রেল স্টেশনে নিষ্ক্রিয় করা হলো দুটি ককটেল

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী রেল স্টেশনের প্রবেশ পথে দুর্বৃত্তদের রেখে যাওয়া দুটি ককটেল নিষ্ক্রিয় করেছে রাজশাহী মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

গতকাল রোববার (৫ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে স্টেশনের প্রবেশ পথে দুটি লাল স্কচটেপ মোড়ানো ককটেল রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাল ও কালো স্কচটেপ মোড়ানো দুটি ককটেল দেখে রেলওয়ের নিরাপত্তা প্রহরীরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও র‌্যাবের বিপুলসংখ্যক সদস্য পুরো স্টেশনটি ঘিরে ফেলে। নিয়ে আনা হয় বোম্ব ডিসপোজাল ইউনিট। পরে দুটি ককটেল নিষ্ক্রিয় করে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা।

এদিকে, ঘটনার পর থেকে স্টেশন জুড়ে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে, পাশাপাশি স্বাভাবিক রয়েছে সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, রাত সাড়ে নয়টার দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে পুরো স্টেশনটি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এরপর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দিয়ে দুটি ককটেল নিষ্ক্রিয় করা হয়।

ওসি আরো বলেন, এ ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে সিসিটিভি ফুটেজ দেখে আইনের আওতায় নিয়ে আসা হবে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার জানান, স্টেশনে ককটেল রেখে দুর্বৃত্তদের উদ্দেশ্যে ছিল আতঙ্ক সৃষ্টি করা। তবে তারা সফল হতে পারেনি। ঘটনার পরপরই পুরো স্টেশন জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

প্রি/রা/তো

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.