মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার মেয়ের বাবা হচ্ছেন নেইমার

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র প্রথমে ছেলেসন্তানের বাবা হয়েছিলেন। ছেলে ডেভি লুকার বয়স ইতোমধ্যে ১২ বছর হয়েছে। এবার তিনি হতে চলেছেন মেয়ের বাবা।

তিন মাস আগেই প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির ঔরসে তার সন্তান আগমনের সংবাদ জানা গিয়েছিল। সেই সন্তান ছেলে না মেয়ে, এবার সেটি প্রকাশ্যে এসেছে।

শনিবার ব্রাজিলের রিও ডি জেনেইরোর একটি হাসপাতালে নেইমারের সন্তানের লিঙ্গ নির্ণয় করে এ তথ্য জানান চিকিৎকরা।

২৯ বছর বয়সি ব্রুনার সঙ্গে ৩১ বছরের নেইমারের সম্পর্কের সূচনা ২০২১ সালে। এর পর গত ১৯ এপ্রিল ব্রুনা নিজের ইনস্টাগ্রাম আইডি থেকে সন্তানসম্ভবা হওয়ার খবর জানান। মেয়েসন্তান আগমনের খবরটিও নিজের ইনস্টাগ্রামে জানিয়েছেন ব্রুনা। এমন সুখবর পাওয়ার পর অবশ্য কেক কেটে উদযাপন করেছেন নেইমার-ব্রুনা।

সেই পোস্টে ব্রুনা বিয়ানকার্দি লেখেন— ‘আমরা এ মুহূর্তের জন্য অধীর অপেক্ষায় ছিলাম। তবে তোমার সাক্ষাৎ পেতে আমরা আর অপেক্ষা করতে পারছি না, মেয়ে। তুমি আমাদের জন্য সবচেয়ে বড় উপহার।’

এক ভিডিওতে দেখা যায় সজ্জিত একটি মঞ্চে কেক কাটছেন নেইমার-ব্রুনা ও প্রথম সন্তান লুকা। এর পর সেই পোস্ট নেইমারও তার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন। ওই পোস্টে সতীর্থ ও বন্ধু লিওনেল মেসির সহধর্মিণী অ্যান্তোনেল্লা রোকুজ্জো তিনটি লাভ ইমোজি দিয়ে কমেন্ট করেন।

গত কয়েক দিন আগে নেইমারের বিরুদ্ধে আরেকজন নারীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন উঠেছিল। ব্রাজিলিয়ান সংবাদকর্মী এরলান বাস্তোস ডিজিটাল প্ল্যাটফরমের ইনফ্লুয়েন্সার ফার্নান্দো কাম্পোসের সঙ্গে নেইমারের সম্পর্কের দাবি তোলেন। ঘটনাটি প্রকাশ্যে আসায় বান্ধবী ব্রুনার কাছে ক্ষমা চেয়ে ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্ট করেন নেইমার। যেখানে নিজের ভুল স্বীকার করে ব্রুনার সঙ্গেই থাকতে চান বলে তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.