রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী বাসে আগুন

প্রিয় রাজশাহী ডেস্কঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় আজ সোমবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দোকানপাড় এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বাস চালক ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে গার্মেন্টস শ্রমিক বহনকারী একটি বাস উপজেলার মাটিকাটা ও কোনাবাড়ি এলাকা থেকে শ্রমিক আনার উদ্দেশ্য বের হয়। এরপর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর দোকানপাড় এলাকায় এসে পৌঁছানো মাত্রই ৫ থেকে ৭ জন যুবক লাফিয়ে বাসটিতে উঠে পেট্রোল দিয়ে বাসটিতে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাস চালক হাবিবুর রহমান জানান,সকালে ৫/৭ জন যুবক বাসটিতে লাফিয়ে উঠে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন ফায়ার ফাইটার আরিফুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, সকালে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.