প্রিয় রাজশাহী ডেস্কঃ জর্ডানের রানী রানিয়া বলেছেন, গাজায় যুদ্ধবিরতি প্রত্যাখ্যান ‘নৈতিকভাবে নিন্দনীয়’ এবং হাজার হাজার বেসামরিক নাগরিকের মৃত্যুর যৌক্তিকতা দেওয়ার চেষ্টা।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জর্ডানের বাদশাহ বলেন, গাজাকে হামাসের কবল থেকে মুক্ত করার ইসরায়েলে প্রচেষ্টা ‘অদূরদর্শী এবং পুরোপুরি যৌক্তিক নয়’। কারণ এই সংঘাতের মূল কারণ ‘অবৈধ দখলদারিত্ব’।
তিনি বলেন, আমরা যদি মূল কারণগুলি সমাধান না করি, তাহলে যোদ্ধাদের হত্যা করেও লাভ নেই। যে জন্য যোদ্ধা তৈরি হচ্ছে আপনি সে ‘কারণ’ কে হত্যা করতে পারবেন না। হামাস যা করেছে, এসব ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে তা করতে আরও দৃঢ়প্রতিজ্ঞ ও অনুপ্রাণিত আরেকটি দল আবির্ভূত হবে।
রানিয়া ইসরায়েলের ‘বেসামরিক নাগরিকদের টার্গেট না করার’ দাবি প্রত্যাখান করেন। তিনি বলেন, ‘১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের ৭০ শতাংশই নারী ও শিশু। ইসরায়েলিদের দাবি যে তারা বেসামরিক নাগরিকদের রক্ষা করার চেষ্টা করছে, এটা অগ্রহণযোগ্য।
ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষ এবং ইসলামফোবিয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, রানিয়া তাদের উভয়েরনিন্দা করেন এবং বলেন, ‘ইসরায়েল বিশ্বজুড়ে সমস্ত ইহুদি জনগণের প্রতিনিধিত্ব করে না। ইসরায়েল একাই তার অপরাধের জন্য দায়ী। বিশ্বজুড়ে ইহুদিদের অনেকেই যা দেখছে তাতে বিস্মিত। সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন