শুক্রবার | ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে ৪০ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অভিযান চালিয়ে ৪০ লাখ টাকা মূল্যের ৪০০ গ্রাম হেরোইনসহ পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

রোববার রাত সাড়ে ৬ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার কানরা এলাকার হায়াত আলীর ছেলে জাহিদুল ইসলাম।

র‌্যাব-৫ সোমবার সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল রোবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৬ টার দিকে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীন পালী বাজারস্থ জনৈক মজিবর এর মুদির দোকানের সামনে দুর্গাপুর টু শিবপুর গামী পাকা রাস্তার ওপর ইজিবাইকে অভিযান পরিচালনা করে।

এসময় মাদক কারবারি জাহিদুল ইসলাম (৩৫) এন নিকট হইতে ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে স্বীকার করে।

তার বিরুদ্ধে ডিএমপি এর তেজগাঁও থানার এফআইআর নং-১৮/৪৮৬, তারিখ- ১৩ ডিসেম্বর, ২০১৭; ধারা- ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৭(ক) বিজ্ঞ আদালতে বিচারধীন রয়েছে।

গ্রেপ্তারকৃত জাহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.