শনিবার | ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির নেতাকর্মীদের গণগ্রেফতার, রাবি শিক্ষকদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, রাবিঃ সারাদেশে নেতাকর্মীদের গণগ্রেফতারের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিএনপিপন্থী শিক্ষকরা। সোমবার বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদ আয়োজিত এক মানববন্ধনে এ প্রতিবাদ জানান তারা।

মানববন্ধন হাতে কালো কাপড়ে বেঁধে স্বেচ্ছায় প্রতীকী গ্রেফতারবরণ কর্মসূচী পালন করেন শিক্ষকরা। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ হাজারো নেতাকর্মীর উপর হামলা, মামলা, গ্রেফতার, হয়রানি, নির্যাতন ও হত্যার তীব্র প্রতিবাদ জানানো হয় এবং গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন পরিষদের সভাপতি অধ্যাপক এনামুল হক, সিনিয়র সহসভাপতি অধ্যাপক হাবীবুর রহমান, অধ্যাপক সৈয়দ সরওয়ার জাহান, অধ্যাপক জি এম শফিউর রহমান, অধ্যাপক হারুন অর রশীদ প্রমূখ।

সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদুল ইসলাম ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক কুদরত-ই-জাহানের সঞ্চালনায় মানববন্ধনে অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক সোহেল হাসান, অধ্যাপক গোলাম ছাদিক, অধ্যাপক কাজী মোস্তাফিজুর রহমান, অধ্যাপক আতাউর রহমান, অধ্যাপক মামুনুর রশীদ ও অধ্যাপক আব্দুল আলিমসহ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.