রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মুন্ডুমালা পৌর নির্বাহী কর্মকর্তার অবসর জনিত বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর মুন্ডুমালা পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা আবুল হোসেনের অবসর জনিত আানুষ্ঠানিক ভাবে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার বেলা ১১টার সময় পৌর কনফারেন্স হল রুমে পৌর কতৃপক্ষে আয়োজনে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে পৌর মেয়র সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার বিল্লাল হোসেন।

বিশেষ অতিথি ছিলেন তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুন্ডুমালা পৌরসভার সাবেক মেয়র গোলাম রাব্বানী, মুন্ডুমালার সমাজ সেবক আব্দুল লতিব সরদারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী পৌরসভার সকল কাউন্সলর কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

পৌরসভার বিদায়ী এই নির্বাহী কর্মকর্তা আবুল হোসেন দীর্ঘ ১৩ বছর মুন্ডুমালা পৌরসভায় সচিবের দায়িত্ব পালন করে ৩০ অক্টোবর কর্ম দিবস শেষ করেন। সে আলোকে পৌর কর্তৃপক্ষ তাকে আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। বিদায় সংবর্ধনায় আবুল হোসেন হাতে পৌরসভার পক্ষে সম্মননা ক্রেস ও কিছু উপহার তুলে দেন পৌর মেয়র সাইদুর রহমান।

প্রি/রা/তো

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.