শুক্রবার | ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে  ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যায় নগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হাইটেক পার্কের পাশে আই-বাঁধ এলাকায় অভিযান  চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন ফায়সাল (২২) ও অরন্য ইসলাম ইমন (২০)।

ফায়সাল রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী উত্তরপাড়ার ইকবাল হোসেনের ছেলে ও অরন্য ইসলাম ইমন একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

নগর পুলিশ জানায়, গতকাল সোমবার রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাশিয়াডাঙ্গা থানার হাইটেক পার্কের পাশে আই-বাঁধ এলাকায় দুই ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির জন্য মোটরসাইকেলসহ অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার হাইটেক পার্কের পাশে আই-বাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে ফায়সাল ও অরন্য ইসলাম ইমনকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে। এসময় তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে, তারা দীর্ঘদিন যাবত একে অপরের সহযোগিতায় ট্যাপেন্টাডল ট্যাবলেটের ব্যবসা করে আসছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রি/রা/তো

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.