শুক্রবার | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পুঠিয়ায় উন্নয়ন চিত্র তুলে ধরে চেয়ারম্যান হিরা বাচ্চুর লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বার্তা জনগণের মাঝে ছড়িয়ে দিতে লিফলেট বিতরণ ও প্রচারণা চালানো হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যার পরে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের বাসুপাড়া বাজারে এ প্রচারণা চালান রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু।

এসময় প্রচারণা শেষে সেখানে উন্নয়ন সমাবেশ করা হয়। এরপর স্থানীয় ব্যবসায়ী, পথচারীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কাছে নৌকা মার্কায় আগাম ভোট চেয়ে তিনি কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।

উন্নয়ন সমাবেশে উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী ব্যাপক উন্নয়ন করেছেন। যা গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষ জানেন না। সেই উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতেই আমি এসেছি।

এসময় তিনি আরও বলেন, গত ১৫ বছরের উন্নয়ন ও অগ্রযাত্রা তুলে ধরতে পারলে আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না।

প্রসঙ্গত, জি এম হিরা বাচ্চু রাজশাহী-০৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্যও প্রচারণা চালাচ্ছেন।

লিফলেট বিতরণ, উন্নয়ন প্রচারণা ও সমাবেশে  রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম শাখাওয়াত হোসেন বাসার, পুঠিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম টিপু, পুঠিয়া পৌরসভার ৮ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন, ০২ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর সাবেক ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন, শিলমাড়িয়া ইউনিয়নের সদস্য আকতার হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণী-পেশার সাধারণ মানুষেরা উপস্থিত ছিলেন।

প্রি/রা/তো

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.