নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে পেছন থেকে ট্রলির ধাক্কায় ট্রলির চালক সোহাগ (১৯) নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সোনাদিঘি নামক জায়গায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রলি চালক উপজেলার আলিমগঞ্জ গোপালপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে চাঁপাইনবাবগঞ্জগামী সিমেন্ট ভর্তি ট্রাক ও রাজশাহীগামী সওদাগর ট্রান্সপোর্টের ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে রাস্তার পাশে সিমেন্ট ভর্তি ট্রাকটি পড়ে যায়। সওদাগর ট্রান্সপোর্টের গাড়িটি হঠাৎ থেমে যায়। এসময় পেছনে থাকা ট্রলি ধাক্কা দিলে ট্রলি চালক ঘটনাস্থলেই মারা যায়। অন্য দুই গাড়ির চালক ও হেলপারেরা দ্রুত পালিয়ে যায়। এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
গোদাগাড়ী মডেল থানার ওসি জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে আছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রাহণ করা হবে বলেও জানান তিনি।