নিজস্ব প্রতিবেদক, বাগমারা: রাজশাহীর বাগমারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা ১১তার সময় উপজেলার শিকদারীতে অবস্থিত সালেহা-ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার গরীব, দুঃস্থ, অসহায় ব্যক্তিদের সু-চিকিৎসার জন্য তাদের হাতে চেক তুলে দেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য এনামুল হক।
এসময় অন্যান্যের মধ্যে বাগমারা উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার, স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আতিক বাশার সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার গরীব, দুঃস্থ, অসহায় ৯০ জনের সু-চিকিৎসায় ৪১ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। সেই সাথে জাতীয় সংসদের ঐচ্ছিক তহবিল হতে ৩৩ জনের মাঝে ১ লাখ ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং যে সকল অসহায়, দুঃস্থ ব্যক্তিরা অনুদানের চেক পেল তারা সহ দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।