শনিবার | ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাঘায় অগ্নিকান্ডে প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল ভস্মীভূত

নিজস্ব প্রতিবেদক, বাঘা: রাজশাহীর বাঘায় গভীর রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। নৈশ প্রহরি, পুলিশের টহল দল বাঘা ফায়ার সার্ভিসকে খবর দিলে আগুন নিয়ন্ত্রণ করে। তবে তার আগেই দোকানের সব মালামাল পুড়ে যায়।

গতকাল শুক্রবার (১০ নভেম্বর) গভীর রাতে বাঘা পৌর সভার গাওপাড়া রোডের জিরো পয়েন্ট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, দোকান ঘরটি বন্ধ ছিল। ভেতরে আগুন ধরে বিকট শব্দ হয়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও দোকানটি রক্ষা করতে পারেনি। পরে বাঘা ফায়ার সার্ভিসের একটি দল আগুন পুরোপুরি নেভায়। স্থানীয়দের ধারণা, শর্ট শার্কিট থেকে আগুন ধরে যেতে পারে।
স্থানীয়রা জানান, রাত ১টার দিকে নৈশ প্রহরি তাকে খবর দেয়। সেখানে গিয়ে ধোঁয়া বের হতে দেখেন। এসময় পুলিশের টহল দল সেখানে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের দল পৌঁছার আগেই মালামাল সহ দোকানের ২টি সার্টার দরজা পুড়ে যায় এবং পাকা দেওয়ালও ফেটে গেছে।

আগুনে পোড়া দোকান মেসার্স ইউনিটের পার্টনার কলেজ শিক্ষক শামীম আহমেদ জানান, ৩ জনের পাটনারশীপে হোন্ডা পার্টেসের ব্যবসা করছিলেন। সেই ব্যবসা প্রতিষ্ঠানে অপর একজনের ফোমও রাখা ছিল।

শুক্রবার (১০ নভেম্বর) রাত ১০ টার দিকে দোকান বন্ধ করে চলে যান। অগ্নিকান্ডের খবর পেয়ে রাত আনুমানিক দেড়টার দিকে ব্যবসা প্রতিষ্ঠানে পৌছে দেখেন সমস্ত মালামাল পুড়ে গেছে। এতে প্রায় পনের লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

বাঘা ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক মিজানুর রহমান বলেন, সংবাদ পেয়ে অল্প সময়ের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছে দেখেন স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আগুনের ফুলকি তখনও ছড়াচ্ছিল। তারা সেগুলো নিভিয়ে নিয়ন্ত্রন করেছেন । শর্ট শার্কিট থেকে আগুন ধরেছে বরে জানান।

বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সবুজ রানা বলেন, ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা আগুন নিয়ন্ত্রন করেছে। তবে তার আগেই দোকানের পুরো মালামাল পুড়ে যায়। বিদুৎতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.