নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে রাজশাহী জেলা যুবলীগের সাবেক নেতৃবৃন্দ।
শনিবার সকাল ৭টায় নগরীর লক্ষীপুর মোড়ে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর ভাষন বাজ়িয়ে কর্মসূচীর শুরু হয়।
এরপরে জেলা আওয়ামী লীগের কার্যালয় সংলগ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পুস্পস্তবক অর্পণ ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ছবিতে মাল্যদান করেন জেলা যুবলীগের নেতাকর্মীরা।
কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
এছাড়াও রাজশাহী জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আলমগীর মোর্শেদ রন্জু, আরিফুল ইসলাম রাজা, মাহমুদ হাসান ফয়সাল সজল, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মিলন, সামাউন ইসলাম, শিল্প ও বানিজ্য সম্পাদক সেলিম শেখ, জনশক্তি ও কর্মস্থান সম্পাদক নাজমুল আলমসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।