রাজশাহী মহানগর যুবলীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ শনিবার সকালে নগরীর কুমারপাড়াস্থ দলীয় কার্যালয় সংলগ্ন স্বাধীনতা চত্ত্বরে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মণির প্রতিকৃতিতেও পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এরপরে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন রাজশাহী শহর যুবলীগের সাবেক সভাপতি এড. মোজাফফর হোসেন।
এসময় রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সভাপতি মাহফুজুর রহমান খান বাদল, আশরাফ হোসেন নবাব, রমজান আলী এবং সাবেক সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বেলুন উড়িনোর পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়।
র্যালী শেষে রাজশাহী মহানগর যুবলীগের নেতৃবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে।
কেটকাটা কর্মসূচিতে নগর যুবলীগের সাবেক সহ-সভাপতি আমিনুর রহমান খান রুবেল, আশরাফুল আলম, মোখলেসুর রহমান মিলন, সাবেক যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান খান মনির, সাবেক সাংগঠনিক সম্পাদক রায়হানুর রহমান রয়েল, সাবেক প্রচার সম্পাদক মাজেদুল আলম শিবলী, সাবেক দপ্তর সম্পাদক মাহমুদ হাসান খান চৌধুরী ইতু প্রমূখ উপস্থিত ছিলেন।