মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

গোমস্তাপুরে কৃষি,মৎস্য ও প্রাণিসম্পদে সফল উদ্যোক্তাদের সম্মাননা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির উদ্যোগে কৃষি, মৎস্য ও প্রানিসম্পদ খাতের আওতায় সফল উদ্যোক্তাদের সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিবার বেলা এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে সমন্বিত কৃষি ইউনিটের আওতায় এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রয়াসের কনিষ্ঠ সহকারি পরিচালক আবুল কালাম আজাদ। প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস ডীন প্রফেসর ড. জালাল উদ্দিন সরদার।

বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ডেইরি সায়েন্সের প্রফেসর ড. আকতারুল ইসলাম, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ আলী ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। এতে স্বাগত বক্তব্য দেন প্রয়াসের কনিষ্ঠ সহকারি পরিচালক ও সম্বন্বিত কৃষি ইউনিটের ফোকাল পার্সন ফারুক আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রয়াস মানবিক সোসাইটির কৃষি ইউনিটের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রাণিসম্পদ ইউনিট কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাসহ সফল উদ্যোক্তারা। উল্লেখ্য,পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির আয়োজনে সমন্বিত কৃষি ইউনিটের আওতায় অনুষ্ঠানে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ২ জন করে মোট ৬ জন উদ্যোক্তাকে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.