মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভের বিরোধিতা, গ্রেফতার ১২০

প্রিয় রাজশাহী ডেস্ক: যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি বিক্ষোভের বিরোধিতা করায় ১২০ জনের বেশি মানুষকে গ্রেফতার করেছে পুলিশ। বিক্ষোভের বিরোধিতা করা ব্যক্তিরা দেশটির কট্টর ডানপন্থি বিভিন্ন গোষ্ঠীর সদস্য।

গতকাল শনিবার (১১ নভেম্বর) মধ্য লন্ডনে গাজাবাসীদের জন্য তিন লাখেরও বেশি ফিলিস্তিনিপন্থিরা বিক্ষোভ মিছিল করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, শনিবার সেন্ট্রাল লন্ডনে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ শুরু হওয়ার পর পাল্টা বিক্ষোভ শুরু হয়। পাল্টা বিক্ষোভে নামা একাধিক দলের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেই ঘটনায় ১২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

এই সংঘর্ষকে নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। শুধু তাই না, যারা ইহুদিবিদ্বেষী স্লোগান দিয়েছেন তাদেরকেও আক্রমণ করে কথা বলেন তিনি।

এদিকে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান এই বিক্ষোভকে ‘বিদ্বেষমূলক মিছিল’ বলায় বিক্ষোভকারীদের মধ্যে আরও উত্তেজনা বেড়ে যায়।

ন্যাশনাল মার্চ ফর প্যালেস্টাইন নামের এই বিক্ষোভ স্থানীয় সময় দুপুর ১২টায় শুরু হয়েছিল। বিক্ষোভের অনেকে ‘নদী থেকে সমুদ্র, ফিলিস্তিন হবে মুক্ত’ স্লোগান দিয়েছে। তাছাড়া ব্যানারে ‘ফিলিস্তিনকে মুক্ত করো’, ‘গণহত্যা বন্ধ করো’, ‘গাজায় বোমাবর্ষণ বন্ধ করো’ স্লোগান লেখা ছিল।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.