বুধবার | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে অবরোধে চলছে না দূরপাল্লার গাড়ি, বিস্ফোরণ, মিছিল থেকে আটক ৬

প্রিয় রাজশাহী ডেস্ক: চতুর্থ দফায় বিএনপির ডাকা অবরোধের প্রথম দিনে আজ রোববার রাজশাহী থেকে দূরপাল্লার গাড়ি চলাচল করছে না। আশপাশের জেলায় দু-একটি গাড়ি ছেড়ে গেলেও যাত্রী স্বাভাবিক দিনের চেয়ে কম ছিল। সপ্তাহের প্রথম দিনে কর্মস্থলগামী লোকজনকে ব্যাটারি ও সিএনজিচালিত অটোরিকশা ব্যবহার করতে দেখা গেছে।

এদিকে আজ সকাল পৌনে সাতটার দিকে রাজশাহী নগরের সিটিহাট এলাকা অবরোধ সমর্থনে মিছিল ও পিকেটিং করার সময় ছয়জনকে আটক করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, আটক ছয়জন জামায়াত-শিবিরের নেতা-কর্মী, তবে প্রাথমিকভাবে তাঁদের দলের পদবির বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণও ঘটিয়েছেন তাঁরা।

আটক ব্যক্তিরা হলেন- নগরের দামকুড়া থানাধীন চর মাঝারদিয়াড় এলাকার আবদুল আউয়াল, নগরের বখতিয়ারাবাদ জামে মসজিদের পেশ ইমাম ও কালীনগর এলাকার আবু বক্কর সিদ্দিক, নগরের বখতিয়ারাবাদ এলাকার মো. আরিফ চৌধুরী, পবা উপজেলার ধর্মহাটা এলাকার আনান হোসেন, নগরের মথরডাঙা এলাকার রবিন ইসলাম ও বখতিয়ারাবাদ এলাকার আবদুল আলিম।

তবে আটকের বিষয়ে জানেন না জামায়াতের রাজশাহী মহানগরের প্রচার সম্পাদক সারোয়ার জাহান ও ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আবদুল্লাহ আল নোমান।

তাঁরা বলছেন, তাঁদের জানামতে ওই এলাকায় কোনো কর্মসূচি ছিল না।

নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক বলেন, সিটিহাট এলাকার পাশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা- কর্মীরা মিছিল করেছেন। সেখানে ককটেল বিস্ফোরণও ঘটিয়েছেন তাঁরা। পরে ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়েছে। একটি বিস্ফোরিত ককটেলের খোসাও উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হবে। এলাকায় অভিযান চলছে।

রাজশাহী জেলা সড়ক পরিবহন গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউল হক বলেন, দূরপাল্লার বাস একেবারেই চলছে না, তবে পুলিশ প্রশাসনের সহযোগিতায় আশপাশের জেলা ও উপজেলাগুলোয় বাস চলছে। যাত্রী আগের চেয়ে বেড়েছে। সূত্র- প্রথম আলো

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.