মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বাস্থ্যসেবায় দেশসেরা এমএজি ওসমানী, দ্বিতীয় রাজশাহী মেডিকেল

প্রিয় রাজশাহী ডেস্ক: স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যসেবা সূচক অনুযায়ী দেশের মেডিকেল কলেজ হাসপাতালগুলো মধ্যে প্রথম স্থান অধিকার করেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। তালিকার দ্বিতীয়তে রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। তৃতীয় স্থানে আছে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল।

শনিবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ (হেলথ সিস্টেমস স্ট্রেনদেনিং-এইচএসএস) রেটিংস (মে, ২০২৩) অনুযায়ী দেশের মেডিকেল কলেজ হাসপাতালগুলোর স্কোরিং অনুযায়ী এসব তথ্য জানা গেছে।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের মে মাসের পারফরমেন্সের ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তালিকা প্রণয়ন করেছে। তালিকা অনুযায়ী প্রথম স্থান অধিকার করেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল।

নিচে ধারাবাহিকভাবে তালিকা তুলে ধরা হলো–

১. সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। স্কোর ৭৮ দশমিক ৯০।

২. রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। স্কোর ৭৬ দশমিক ৬০।

৩. শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়া। স্কোর ৭৪ দশমিক ৮৮।

৪. ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। স্কোর ৭৪ দশমিক ৫২।

৫. খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। স্কোর ৭৩ দশমিক ৮০।

৬. চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। স্কোর ৭৩ দশমিক ১৬।

৭. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। স্কোর ৬৯ দশমিক ৯৫।

৮. কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল। স্কোর ৬৯ দশমিক ৬২।

৯. স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল। স্কোর ৬৮ দশমিক ০৬।

১০. শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। স্কোর ৬৫ দশমিক ২৪।

১১. মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। স্কোর ৬৩ দশমিক ৬৮।

১২. শহীদ সৈয়দ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুর। স্কোর ৬২ দশমিক ৯৭।

১৩. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর। স্কোর ৬১ দশমিক ৮৪।

১৪. শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল। স্কোর ৬১ দশমিক ৭৫।

১৫. শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, কিশোরগঞ্জ। স্কোর ৫৯ দশমিক ৭০।

১৬. এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর। স্কোর ৫৮ দশমিক ১৩।

১৭. রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। স্কোর ৫৬ দশমিক ৮৯।

১৮. কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল, মানিকগঞ্জ। স্কোর ৩৮ দশমিক ২৭।

১৯. শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল, সিরাজগঞ্জ। স্কোর ২৬ দশমিক ৪৪।

২০. শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল, টাঙ্গাইল। স্কোর ২১ দশমিক ৮৭।

২১. সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল। স্কোর ২০ দশমিক ৩৭।

২২. শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল, গোপালগঞ্জ। স্কোর ৮ দশমিক ৭২।

জানা গেছে, হেলথ সিস্টেমস স্ট্রেনদেনিং স্কোর তৈরিতে ১০টি সূচকে মোট ১০০ পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। মানসহ সূচকগুলো হলো- সেবা প্রদান, এই সূচকের মান ৭ দশমিক ২।

এছাড়াও জনবল (সূচকের মান ৭ দশমিক ৬), স্বাস্থ্য বিষয়ক তথ্য প্রদান (সূচকের মান ১৮ দশমিক ৬), প্রয়োজনীয় ওষুধ/যন্ত্রপাতি/ সেবা/অবকাঠামোগত সুবিধা (সূচকের মান ২ দশমিক ১৭), নেতৃত্ব/সুশাসন/ব্যবস্থাপনা (সূচকের মান৩ দশমিক ৪৩)।

আরও রয়েছে সেবা প্রাপ্তির সুযোগ (সূচকের মান ২০ দশমিক ৫), গুণগত সেবা প্রদান (সূচকের মান ১২), সেবার পরিধি (সূচকের মান ১২), নিরাপদ সেবা প্রদান (সূচকের মান ২ দশমিক ৫) এবং স্থানীয় পর্যবেক্ষণ (সূচকের মান ১৪)।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.