বুধবার | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ডাঁশমারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৭ ব্যাচের পূর্ণমিলনী অনুষ্ঠিত

শিক্ষা নগরী রাজশাহীর প্রাণ কেন্দ্রে মতিহার থানায় অবস্থিত ডাঁশমারী উচ্চ বিদ্যালয়ের ১৯৯৭ সালের এসএসসি ব্যাচের পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।

‘এসো মিলি প্রাণের টানে, তোমার আমার শেকড় যেখানে’ এই স্লোগানকে সামনে রেখে গত ১০ নভেম্বর (শুক্রবার) সকাল ৯টায় শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় মিলন মেলার শুরু হয়।

মিলন মেলায় ৯৭ ব্যাচের ছাত্র আলাল, ফাইসুল, মিঠু ও খোকন স্বাগত বক্তব্য দেন।

এরপরে ৯৭ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে বর্ণাঢ্য শোভা যাত্রা বের করা হয়।

শোভাযাত্রা শেষে সারাদিন খেলাধুলা, আনন্দ ভাগাভাগিতে ব্যস্ত সময় কাটান স্কুলটির প্রাক্তন ছাত্র-ছাত্রী ও শিক্ষকগণ।

এরপর দ্বিতীয় পর্বে ৯৭ ব্যাচের শিক্ষার্থী কামরুজ্জামান মাসুদের সঞ্চালনায় প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের স্মৃতি-চারন এবং শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আয়োজক কমিটির পক্ষে থেকে মনোয়ার হোসেন স্বাগত বক্তব্য দেন।

মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন রাজশাহী সিটি কর্পোরেশনের ২৯ নাবার ওয়ার্ড কমিশনার জাহের হোসেন সুজা এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাঁশমারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, প্রাক্তন সহকারী শিক্ষক খন্দকার রেজাউল করিম ও সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক।

৯৭ ব্যাচের ছাত্র আব্দুল্লাহিল কাফী’র লেখা বই ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে প্রধান অতিথি জাহের হোসেন সুজা, প্রাক্তন প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, প্রাক্তন সহকারী শিক্ষক খন্দকার রেজাউল করিম, সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক ও এসএসসি ৯৭ইং ব্যাচের শিক্ষার্থী মাসুদ রানা পিএইচডি ডিগ্রী অর্জন করায় সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শিক্ষকগণ এই সম্মমনা পেয়ে আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পরেন ও তাদের অনুভূতি স্মৃতি চারণ করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।

মিলন মেলায় স্কুলটির প্রয়াত শিক্ষক ও ছাত্রদের প্রতি গভীর শোক প্রকাশ করা হয়।

এসময় ধন্যবাদ ও সমাপনী বক্তব্য বাখেন ৯৭ ব্যাচের ছাত্র আব্দুল্লাহিল কাফী। বিকেল ৪ টা থেকে শুরু হয় বন্ধুদের পরিবারের সদস্যদের পরিচিতি, আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

শেষে সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন প্রাক্তন ছাত্র রফিকুল ইসলাম।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.