শুক্রবার | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে অবসরপ্রাপ্ত শিক্ষিকা আয়েশা আক্তারের স্মরণ সভা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মঞ্চকথা থিয়েটারের সাধারণ সম্পাদক, মঞ্চ, বেতার ও টেলিভিশন অভিনেতা কবি হৃদয় রনির মা মঞ্চকথা থিয়েটারের উপদেষ্টা ও আলহিমা মুসলিম একাডেমির অবসরপ্রাপ্ত শিক্ষিকা মরহুমা আয়েশা আক্তার বানুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) নগরীর সিঅ্যান্ডবি মোড়ে মঞ্চকথা থিয়েটারের কার্যালয়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

স্মরণ সভায় মঞ্চকথা থিয়েটারের সভাপতি আবদুস সালাম খানের সভাপতিত্বে আয়েশা আক্তার বানুর জীবনী নিয়ে আলোচনা করেন মঞ্চকথা থিয়েটারের উপদেষ্টা ও দৈনিক সোনার দেশ পত্রিকার ফটো সাংবাদিক শরিফুল ইসলাম তোতা।

এসময় আরও আলোচনা করেন মঞ্চকথা থিয়েটারের সহ-সভাপতি নাজ সরকার, চিকিৎসক আতিকুল্লাহ হাফিজ জিলানী, মমিনুল ইসলাম বজলু, শংকর কুমার ধর, রকি রাজ , মুসফেকা নুর প্রমুখ।

সভায় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.