নিজস্ব প্রতিবেদক: নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
ডায়াবেটিসের ঝুঁকিসমূহ এবং এর প্রতিরোধে করণীয় সম্পর্কে জানুন, এই স্লোগানে দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় নগরীর আলুপট্টি মোড় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
নগরীর আলুপট্টি মোড়ে অবস্থিত রাজশাহী ডায়াবেটিক কল্যাণ কেন্দ্রের ব্যানারে এই শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়। একই সঙ্গে ডায়াবেটিস রোগীদের মধ্যে বিনামূল্যে ইনসুলিন বিতরণ করা হয়।
শোভাযাত্রায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী, আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান বাদশা, ডায়াবেটিস কল্যাণ কেন্দ্রের পরিচালক ডা. এফএমএ জাহিদ, রাজশাহী থিয়েটারের সভাপতি নিতাই কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।