নিজস্ব প্রতিবেদক: ডায়াবেটিসের ঝুঁকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন, এই স্লোগানে মঙ্গলবার নানা আয়াজনে সারা দেশের ন্যায় রাজশাহীতেও বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন করা হয়েছে।
রাজশাহী ডায়াবেটিক এসোসিয়েশনের আয়োজনে বেলা সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর ঝাউতলা মোড়ে অবস্থিত অত্র এসোসিয়েশনের সামনে থেকে বর্নাঢ্য র্যালি বের করে লক্ষ্মীপুর মোড়সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে সামনে গিয়ে শেষ করা হয়।
র্যালি শেষে এসোসিয়েশনের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি ও সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ডায়াবেটিক এসোসিয়েশনের সধারণ সম্পাদক প্রফেসর এম এ হাফিজ।
রাজশাহী ডায়াবেটিক এসোসিয়েশনের সহ-সভাপতি গোলাম আকবরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ডায়াবেটিক এসোসিয়েশনের পরিচালক প্রফেসর ডাক্তার এ কে এম মনওয়ারুল ইসলাম। এছাড়াও অন্যান্য চিকিৎসক, অত্র এসোসিয়েশনের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ওষুধ কোম্পানরীর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ডায়াবেটিস থেকে বাঁচতে হলে একজন মানুষকে কায়িক পরিশ্রম করতে হবে। শুধু তাই নয় মোটা ও স্থুলকায় হওয়া থেকে সতর্ক, অতিমাত্রায় ফাস্টফুড খাওয়া ও কোমল পানীর পান করা থকে বিরত থাকতে হবে।
তিনি আরো বলেন, ডায়াবেটিস হওয়ার আরো কারন হচ্ছে অতিরিক্ত মানসিক চাপের মধ্যে থাকা, ধুমপান করা ও তামাক খাওয়া, গর্ভকালীন বিভিন্ন সমস্যা এবং যাদের বাবা-মা অথবা রক্ত সম্পর্কীয় নিকটাত্মীয়ের ডায়াবেটিস আছে এবং যাদের বয়স ৪৫ বছরের বেশি তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে তিনি সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন।
তিনি আরো বলেন, ডায়াবেটিস হলে কিছু খাদ্যাভাস পরিবর্তন, নিয়মিত হাটা, ব্যায়াম করা এবং নিয়মিত ডাক্তারী টেকআপ করেত হবে। এছাড়াও নিয়মিত ওষুধ খাওয়া ও সেবন করতে হবে। সেইসাথে পরিমান মত খাবার খাওয়ার পরামর্শ দেন প্রধান অতিথি। এগুলো মেনে চললে এই রোগ নিয়ন্ত্রণে থাকবে বলে উল্লেখ করেন প্রধান অতিথি।