নিজস্ব প্রতিবেদক: বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ এবং নির্বাচন কমিশনার কর্তৃক নির্বাচনী তফসীল ঘোষনা করায় শোভাযাত্রা ও সামবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার আদালত চত্বরে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ রাজশাহীর উদ্যোগে এ শোভাযাত্রা ও সামবেশ অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা ও সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য এ্যাডভোকেট ইব্রাহীম হোসেন।
এছাড়াও রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক, সদস্য বার কাউন্সিল ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য এ্যাডভোকেট একরামুল হক, এ্যাডভোকেট আ: ওয়াহাব জেমস প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগন বিদেশিদের প্রভাব মুক্ত থেকে বাংলাদেশে সুষ্ঠ নির্বাচনের স্বার্থে তফসিল ঘোষনা করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান পাশাপাশি দেশবাসীকে ঘোষিত নির্বাচনে অংশগ্রগন করে শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ রুপান্তরের সহায়তার আহ্বান জানান।