মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার পাকিস্তানের প্রধান কোচের দায়িত্বও হাফিজের হাতে!

প্রিয় রাজশাহী ডেস্ক: বিশ্বকাপের পর দ্রুতই সবকিছু বদলে ফেলছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অধিনায়কত্ব থেকে বাবর আজম সরে দাঁড়ানোর পর নতুন দুই অধিনায়কের নামও এরমধ্যে ঘোষণা করেছে পিসিবি। কোচিং স্টাফে মিকি আর্থারকে সরিয়ে পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ হাফিজকে।

শুধু ক্রিকেট পরিচালক নয়, ৪৩ বছর বয়সী হাফিজ পাকিস্তানের দুটি সফরে দলের প্রধান কোচের দায়িত্বেও থাকবেন।

গ্যান্ট ব্র্যাডবার্নের জায়গায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর সামলাবেন হাফিজ।এই দুই সফরে হাফিজ প্রধান কোচের দায়িত্ব পালন করার বিষয়টি জানিয়েছে ক্রিকেট বিষয়ক ভারতীয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। ক্রিকইনফো আরো জানিয়েছে, ভবিষ্যতে প্রধান কোচ ও পরিচালক একজনকেই রাখার কথা ভাবছে পিসিবি। অস্ট্রেলিয়া সফরে তিনটি টেস্ট খেলবে পাকিস্তান।

আর ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ডে পাঁচটি টি-টোয়েন্টি খেলবেন শাহিন শাহ আফ্রিদিরা।পাকিস্তানের হয়ে ২০২১ সালে শেষবার মাঠে নেমেছিলেন হাফিজ। জাতীয় দলে না খেললেও বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছিলেন এই অলরাউন্ডার। পাকিস্তানের কোচিং স্টাফে যুক্ত হওয়ার পর বলা যায় আর মাঠে নামা হচ্ছে না তাঁর।

যদিও হাফিজের কোচিংয়ের কোনো অভিজ্ঞতা নেই। কিন্তু তাঁর হাত ধরেই বিশ্বকাপের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে চায় পাকিস্তান।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.