নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসন থেকে মনোনয়নপত্র উত্তোলন করেছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা আসাদুজ্জামান আসাদ।
আজ দুপুর আড়াইটার দিকে মনোনয়নপত্র উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেছেন আসাদুজ্জামান আসাদ।
তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মনোনয়নপত্র সংগ্রহের পরপরই প্রচন্ড ভীড়ের মধ্যেই আজ দুপুর আড়াইটার দিকে আমার পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মহতাসিম জামান রিফাত মনোনয়ন পত্রটি উত্তোলন করেছে।
আসাদুজ্জামান আসাদ আশা প্রকাশ করে বলেন, দলীয় প্রধান বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা আমার রাজনৈতিক দক্ষতা বিবেচনা করে আমাকে মনোনয়ন দিয়ে জনগণের সেবা করার সুযোগ দিবেন।
মনোনয়নপত্র উত্তলনের সময় রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য শরিফুল ইসলাম, মহানগর ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান, রাজপাড়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাসির উদ্দীন রুবেল, রাজশাহী জেলা ছাত্রলীগ নেতা জয়, তানজীর, রুকুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।