প্রিয় রাজশাহী ডেস্ক: ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের নেতৃত্ব নাজমুল হোসেন শান্তর কাঁধে। নতুন মুখ হাসান মুরাদ।
এছাড়া দলে ফিরেছেন সাদমান ইসলাম ও নুরুল হাসান সোহান। দলে আছেন শাহাদাত হোসেন দিপু ও হাসান মাহমুদও। দুজনই টেস্ট ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় আছেন।
সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকার কারণে এই সিরিজে খেলা হচ্ছে না উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসের। বিশ্রামে আছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। এ ছাড়া তাসকিন আহমেদ কাঁধের চোটের এই সিরিজে খেলতে পারছেন না।
এই সিরিজ থেকে আগেই নিজের নাম সরিয়ে নিয়েছিলেন তারকা ওপেনার তামিম ইকবাল। ফলে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার ছাড়াই কিউইদের বিপক্ষে মাঠে নামতে হচ্ছে টাইগারদের।
সিরিজের প্রথম টেস্ট শুরু ২৮ নভেম্বর, সিলেটে। দ্বিতীয় টেস্টটি হবে ঢাকায়, শুরু ৬ ডিসেম্বর।
বাংলাদেশ টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন, হাসান মুরাদ।