নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর নবীন বরণ ও বার্ষিক ভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর নবীন বরণ ও বার্ষিক ভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) রশীদুল হাসান।
শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. গোলাম মাওলার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার ড. সরকার ওমর ফারুক, উপ-পুুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভেলপমেন্ট) নাছির উদ্দিন যুবায়ের।
অনুষ্ঠানটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দের উপস্থিতিতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়ে আলোচনা, বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন ও বার্ষিক ভোজসহ উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে পালিত হয়।