বুধবার | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আ’লীগের মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম পরিদর্শনে খায়রুজ্জামান লিটন

নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম চলছে।

আজ সোমবার (২০ নভেম্বর) দুপুরে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এ সময় দলীয় মনোনয়ন ফরম বিতরণের বিভিন্ন বিভাগের বুথ পরিদর্শন করেন ও মনোনয়ন প্রত্যাশীদের হাতে ফরম তুলে দেন তিনি।

উল্লেখ্য, এর আগে শনিবার (১৮ নভেম্বর)  সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। প্রথম ফরম সংগ্রহ করেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতারা দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম কেনেন। আগামী ২১শে নভেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম চলবে। প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ করার পাশাপাশি জমাও দেওয়া যাবে।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.