শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য সিআইএস-বিসিসিআই’র সভাপতি নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক: কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর (সিআইএস-বিসিসিআই) সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য মোহাম্মদ আলী দ্বীন।

সম্প্রতি অনুষ্ঠিত হওয়া সিআইএস-বিসিসিআইর ত্রি-বার্ষিক মেয়াদের নির্বাচনে তিনি তিন বছরের (২০২৪-২০২৭) জন্য পরিচালক পদে নির্বাচিত হয়েছেন।

এর আগে তিনি কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী দ্বীন রানার মটরস্ লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য এবং বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকসহ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হওয়ায় ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য মোহাম্মদ আলী দ্বীনকে অভিনন্দন জানিয়েছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় পরিবার।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.