নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
আজ সকালে কলেজ ক্যাম্পাসে এ কেন্দ্রের ফিটা কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি ও কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা।
এসময় উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা, এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লা, কলেজের চিকিৎসা ও স্বাস্থ্য সেবা কমিটির আহ্বায়ক প্রফেসর তৌহিদুল ইসলাম, ইংরেজী বিভাগের প্রধান ডা. শাহীন সুলতানা, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত অধ্যাপক বিশিষ্ট মনোবিজ্ঞানী বিপাশা ঘোষ প্রমূখ উপস্থিত ছিলেন।