নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজশাহী নগরীর রেলগেট এলাকার কবরস্থানের সামনের এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, কামারুজ্জামান চত্বর (রেলগেট) কবরস্থানের সামনের রাস্তার উপর দুইজন মোটরসাইকেল আরোহী একটি ককটেল ছুড়ে মারে। এ সময় বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এতে রুয়েটের এক শিক্ষার্থী আহত হয়েছেন।
তার নাম শ্রী সংগ্রাম কুমার (২৪)। তিরি ত্রীপলি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। রাজশাহী প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের সেলিম হলে থাকেন।
রাজশাহী বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, সন্ধ্যা রেলগেট এলকায় দুইজন লোক একটি বস্তু ছুড়ে মারে। সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। তবে এটি ককটেল কী না সেটি এখনই বলা সম্ভব নয়। আমরা আলামত সংগ্রহ করছি।
ওসি বলেন, ঘটনার পর থেকেই নগরীর রেলগেট এলকায় আইন শৃঙ্খলা বাহিনীর মোতায়েন আছে। তবে এই ঘটনায় একজন আহত হয়েছে। যান চলাচলও স্বাভাবিক আছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।