নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রাকটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২২ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর শাহমখদুম থানার সিটি হাটের পাশে এ ঘটনা ঘটে।
শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাতে সিটি হাটের পাশে পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেট্রোল বোমা মারে দুর্বৃত্তরা। এসময় ট্রাকটিতে আগুন ধরে যায়। পেট্রোল বোমা নিক্ষেপ করেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ওসি বলেন, ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। দুষ্কৃতকারীদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।