বুধবার | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহী ও রংপুর বিভাগের নৌকার প্রার্থী চূড়ান্ত, বাদ পড়ছেন কিছু এমপি

প্রিয় রাজশাহী ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগের রংপুর ও রাজশাহী বিভাগের ৭২টি আসনের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের প্রথম দিনের বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, এ দুই বিভাগের বর্তমান সংসদ সদস্যদের মধ্যে বেশ কয়েকজন বাদ পড়ছেন। আগামী ২৫ নভেম্বরের মধ্যে সারা দেশে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে।

তিনি বলেন, রংপুর বিভাগের ৩৩টি আসনে ও রাজশাহী বিভাগের ৩৯টি আসনের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। তবে কারা মনোনয়ন পেয়েছেন তা বলেননি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সেতুমন্ত্রী বলেন, ৩০০ আসনের প্রার্থী চূড়ান্ত হওয়ার পর সব নাম এক সঙ্গে ঘোষণা করা হবে। ৩০ তারিখ মনোনয়ন জমা দেয়ার শেষ দিন। তার আগেই নাম প্রকাশ করা হবে।

উৎসবমুখর পরিবেশে দ্বাদশ সংসদ নির্বাচন হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, দেশের মানুষ নির্বাচনকে গ্রহণ করেছে। যে কারণে সারা দেশে উৎসবমুখর পরিবেশ দৃশ্যমান।

এর আগে সকাল ১০টার দিকে রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের দলীয় প্রার্থীদের তালিকা চূড়ান্ত করতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

তিন বিভাগে ১০৮টি আসনের বিপরীতে আওয়ামী লীগের পদ প্রার্থীরা ১১২৭টি মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এর মধ্যে খুলনা বিভাগে ৪১৬টি, রাজশাহী বিভাগে ৪০৯টি এবং রংপুর বিভাগে ৩০২টি মনোনয়ন ফরম জমা পড়েছে।

আওয়ামী লীগ গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত চারদিনে বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ৩০০ আসনের জন্য ৩ হাজার ৩৬২টি মনোনয়নপত্র বিক্রি করেছে। এতে দেখা যায় প্রতিটি আসনের বিপরীতে ১১টি করে ফরম বিক্রি হয়েছে।

প্রতিটি ফরম ৫০ হাজার টাকা করে বিক্রি হওয়ায় মনোনয়নপত্র বিক্রি করে আওয়ামী লীগ মোট ১৬ কোটি ৮১ লাখ টাকা আয় করেছে।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.