নিজস্ব প্রতিবেদক :নবমবারের মত রাজশাহীতে শুরু হচ্ছে সাবেক ক্রিকেটারদের নিয়ে মাস্টার্স ক্রিকেট কার্ণিভাল। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী কলেজে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষ্যে বর্ণঢ্য মোটরসাইকেল র্যালি বের করা হয়।
‘ফরমার ক্রিকেটার্স রাজশাহীর এই প্রতিযোগিতায় ১২ টি দলে ভাগ হয়ে ২৫০ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন।
খেলার আয়োজক বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলোট বলেন, সাবেক খেলোয়ারদের এক করতে এই আয়োজন। রাজশাহী খেলাধুলায় সবসময় প্রাণচাঞ্চল্যে ভরপুর। অতীতে আরো বেশি উদ্যোমী ছিলো। প্রতি বছরের মত এবারো এই খেলাধুলার মাধ্যমে রাজশাহী বাসীকে মাতিয়ে রাখতে তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে এই আয়োজন গুরুত্ব রাখবে।
আইপিএল-বিপিএল এর মতো করে খেলার ধরণ হবে। অন্যদিকে এই খেলার মাধ্যমে রাজশাহীর পরিত্যাক্ত মাঠ গুলোকে কাজে লাগানোর পরিকল্পনাও চলছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও বিদেশের বিভিন্ন খেলোয়ারও খেলায় অংশ গ্রহণ করবে। ৩০ বছর থেকে শুরু করে ৬০ বছরের মানুষ খেলায় অংশ নিবে। আগামীকাল শুক্রবার খেলার অনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। রাজশাহীর তিনটি মাঠে প্রতি শুক্রবার খেলার আয়োজন থাকবে।