প্রিয় রাজশাহী ডেস্ক: বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু সেই স্বপ্নটাকে বাস্তবে রুপ দিতে পারেনি সাকিবরা। যে দলটি সেমিফাইনালের স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে গেল, সেই দল কিনা সবার আগে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। লিগ পর্বে ৯ ম্যাচে বাংলাদেশ জিতেছে কেবল দুটি, দশ দলের টুর্নামেন্টে হয়েছে অষ্টম। এ নিয়ে হতাশা এখন দেশের ক্রিকেটজুড়ে। বিশ্বকাপে যাওয়ার আগে দেশের ক্রিকেটের ব্যস্ততা ছিল ব্যক্তিগত আক্রমণ ও পাল্টা আক্রমণে।
বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ায় ভিডিও বার্তায় অভিযোগ জানান তামিম। পরে তার পাল্টা জবাবে কড়া ভাষায় কথা বলেন অধিনায়ক সাকিব আল হাসানও। এরপর বিশ্বকাপে গিয়ে পারফরম্যান্স ভালো হয়নি। এ নিয়ে এবার সমালোচনা করেছেন সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান।
বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু সেই স্বপ্নটাকে বাস্তবে রুপ দিতে পারেনি সাকিবরা। যে দলটি সেমিফাইনালের স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে গেল, সেই দল কিনা সবার আগে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। লিগ পর্বে ৯ ম্যাচে বাংলাদেশ জিতেছে কেবল দুটি, দশ দলের টুর্নামেন্টে হয়েছে অষ্টম। এ নিয়ে হতাশা এখন দেশের ক্রিকেটজুড়ে। বিশ্বকাপে যাওয়ার আগে দেশের ক্রিকেটের ব্যস্ততা ছিল ব্যক্তিগত আক্রমণ ও পাল্টা আক্রমণে।
বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ায় ভিডিও বার্তায় অভিযোগ জানান তামিম। পরে তার পাল্টা জবাবে কড়া ভাষায় কথা বলেন অধিনায়ক সাকিব আল হাসানও। এরপর বিশ্বকাপে গিয়ে পারফরম্যান্স ভালো হয়নি। এ নিয়ে এবার সমালোচনা করেছেন সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান।
এসময় দলের একাধিক ক্রিকেটার নষ্ট হয়েছেন বলেও অভিযোগ তোলেন তিনি। এর পেছনে দায়টা দিয়েছেন বোর্ড কর্তাদেরই।