নিজস্ব প্রতিবেদক, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর জন্মদিন উপলক্ষে গরীব-দুঃখীদের ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে ক্যাম্পাসের অভ্যন্তরে ও একটি এতিমখানায় এসব খাবার বিতরণ করা হয়।
জানা যায়, ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়, হলের সামনে থাকা রিক্সা চালকদের মধ্যে ২০০ প্যাকেট ও নগরীর শিরোইল এলাকার একটি এতিম খানায় ১০০ প্যাকেট খাবার বিতরণ করা হয়েছে।
খাবার বিতরণ বিষয়ে শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাইয়ূম মিয়া বলেন, অনেক নেতার জন্মদিনে সবাই মিলে পার্টি কিংবা উৎসব করেন। কিন্তু আমাদের সভাপতি এসব কাজে অর্থ ব্যয় না করে গরীব-দুঃখীদের মধ্যে খাবার বিতরণের নির্দেশনা দেন। তাই আমরা এতিম ও দুস্থ মানুষদের মধ্যে খাবার বিতরণ করেছি।
খাবার বিতরণের সময় সাবেক কমিটির উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক রাব্বিউল হাসান রুপক, মতিহার হলের যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম নিলয়সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।