নিজস্ব প্রতিবিদক: মহিলা দল রাজশাহী জেলা ও মহানগরের আয়োজনে শনিবার বিকেলে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল নিয়ে নেতৃবৃন্দ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের এক দফা দাবী ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবীতে দেশব্যাপি সর্বাত্বক অবরোধ পালন করার লক্ষে তারা এই মিছিল করেন।
মিছিলে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও জেলা বিএনপি’র সদস্য জাহান পান্না, মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, রাজশাহী মহানগর মহিলা দলের সভাপতি এডভোকেট রওশন আরা পপি, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন, জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালী, সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা হোসেন ও এডভোকেট সিফাত জেরিন তুলি, নারী নেত্রী গুলশান আরা মমতা ও মহানগর মহিলা দলের ক্রীড়া সম্পাদক বিথিসহ অন্যান্য নারী নেতৃগণ। মিছিলে তারা সরকারের পদত্যাগসহ নির্বাচন তফশিল বাতিলের দাবীতে নানা ধরনের স্লোগান দেন।