মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

‘বিএনপি নির্বাচনে এলে মার্জিন সময়ের মধ্যে আসতে হবে’

নিজস্ব প্রতিবেদক: বিএনপি নির্বাচনে এলে নির্ধারিত মার্জিন সময়ের মধ্যে আসতে হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজন হলে সেনা মোদায়েন করা হবে বলেও জানান তিনি।
গতকাল মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সাথে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজশাহী, নাটোর, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ থেকে আশা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আনসার বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ, প্রশাসন এবং নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সাথে প্রস্তুতি বিষয়ে কথা বলেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচন সুষ্ঠ করতে এবং প্রর্থীদের আচরণবিধি মেনে চলতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া বিদেশী পর্যবেক্ষক আসায় নির্বাচন সুষ্ঠ হবার সম্ভাবনা বেড়ে যায় বলেও জানান তিনি।
রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে সকালে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
অনুষ্ঠানের সভাপতি হিসেবে ছিলের রাজশাহী বিভাগীয় কমিশনার দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠান শেষ হয় বেলা দুইটায়।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.