রবিবার | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

‘পাঠান’র রেকর্ড ভেঙে প্রথম দিন কত আয় করল ‘অ্যানিমেল’

প্রিয় রাজশাহী ডেস্ক: ট্রেলার মুক্তির পারই বোঝা গিয়েছিলো বক্স অফিসে ঝড় তুলতে আসছে ‘অ্যানিমেল’। মুক্তির প্রথম দিনেই তার প্রমাণ মিললো। রীতিমত ঝড় তুলেছে রণবীর কাপুরের ছবিটি। আয়ের দিক থেকে প্রথমদিনই শাহরুখ খানের ‘পাঠান’র রেকর্ড ভেঙেছে ‘অ্যানিমেল’। বিশ্বজুড়ে প্রথম দিনে ছবিটি ১১৬ কোটি টাকা সংগ্রহ করেছে।

প্রথম দিন বক্স অফিসে বিশ্বজুড়ে শাহরুখের ‘পাঠান’ ছবিটি ১০৬ কোটি সংগ্রহ করেছিল। ১০ কোটি বেশি সংগ্রহ করে ‘পাঠান’কেও টপকে গেলেন রণবীর। তবে অটুট আছে ‘জওয়ান’ রেকর্ড। এই ছবিটি বক্স অফিসে প্রথম দিন ১২৫ কোটি টাকা আয় করেছিল বিশ্বজুড়ে।

নির্মাতারা জানিয়েছেন আয়ের তথ্যটি, ‘কোনও উৎসব বা ছুটিতে মুক্তি না পাওয়া স্বত্বেও প্রথম দিনে সব থেকে বেশি আয় করা হিন্দি ছবি এটি।’

এদিকে সেল রিপোর্ট বলছে, প্রথম দিনে শুধু ভারতের বাজার থেকেই ‘অ্যানিমেল’ আয় করেছে ৬১ কোটি টাকা। অর্থাৎ শুধু হিন্দি ভাষা থেকে এই ছবি আয় করেছে সাড়ে ৫০ কোটি টাকা। তেলুগু ভার্সন থেকে এই ছবি আয় করেছে ১০ কোটি টাকার কিছু বেশি। সে দিক থেকে ‘অ্যানিম্যাল’ শুধু রণবীরের ক্যারিয়ারের সব থেকে বড় মুক্তিই নয়, হিন্দি সিনেমার ইতিহাসেও এই ছবি নজির গড়লো। এর আগে অন্য কোনও ছবি ভারতে এমন ‘ওপেনিং ডে’ পায়নি। এর আগে ‘পাঠান’-এর প্রথম দিনের আয় ছিল ৫৭ কোটি টাকা। তার পর ছিল ‘কেজিএফ ২’ ৫৩.৯৫ কোটি টাকা। তৃতীয় স্থানে ছিল ‘ওয়ার’ ৫৩.৩৫ কোটি টাকা, চতুর্থ ‘টাইগার ৩’ যার আয় ছিল ৪৪.৫০ কোটি টাকা।

সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’ ছবিটিতে রণবীর এবং অনিল কাপুরকে পিতা-পুত্রের চরিত্রে দেখা যায়। এছাড়াও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, ববি দেওল, শক্তি কাপুর, প্রেম চোপড়া এবং তৃপ্তি দিমরি।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.