নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বিভিন্ন আয়োজনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন পালন করা হয়েছে।
আজ সোমবার রাজশাহী মহানগর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি ও সাবেক সাংগঠনিক সম্পাদক মুকুল শেখের আয়োজনে শেখ ফজলুল হক মনির জন্মদিন পালন করা হয়।
জন্মদিন উপলক্ষে শেখ ফজলুল হক মনির অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।
পুষ্পস্তবক অর্পন শেষে শেখ ফজলুল হক মনিসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপরে জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
পুষ্পস্তবক অর্পন, মোনাজাত ও কেক কাটা অনুষ্ঠানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহসানুল হক পিন্টুসহ নগর যুবলীগের সাবেক নেতৃবৃন্দ এবং সকল সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।