মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে বর্তমানে স্বৈরশাসন চলছে: মিনু

নিজস্ব প্রতিবেদক: দেশে এখন সম্পূর্ণ স্বৈরশাসন চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী মালোপাড়াস্থ দলীয় কার্য়ালয়ে আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এবং সারাদেশে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার, মামলা ও হয়রানীর প্রতিবাদে মানববন্ধন সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভায় তিনি এই কথা বলেন।

এসময় তিনি বলেন, এই সরকার দেশে বাকশাল কায়েম করেছে। গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশে এই সরকারের নির্দেশে সরকারী বাহিনীর সদস্যরা একটি নির্লজ্জ হামলা চালিয়ে পুলিশ, সাংবাদিক ও বিএনপি নেতাকর্মীদের হত্যা করে সব দোষ বিএনপির উপরে চাপিয়ে দিয়ে মামলা, হামলা ও নির্যাতন করছে বলেও জানান বিএনপির এই নেতা।

মিনু বলেন, রাজশাহীতে এর মধ্যে ১ হাজার ৮’শ ৮৭ জন নেতাকর্মীকে আটক করে জেল হাজতে রেখেছে। এই সরকারের  বিভিন্ন বাহিনীর হাত থেকে সাধারণ দিন মজুরর প্রতিবন্ধী ব্যক্তিরাও রেহাই পাচ্ছেনা। পুলিশ বাড়িতে গিয়ে নেতা-কর্মীকে না পেয়ে পরিবারের অন্য সদস্যদের আটক করে নিয়ে যাচ্ছে।

মিজানুর রহমান মিনু বলেন, আগামী ১০ তারিখ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বেলা ১১টায় রাজশাহী নগরীর সোনাদিঘীর মোড় কিংবা মালোপাড়া পুুশিল ফাঁড়ির সামনে রাজশাহীতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হবে। এই কর্মসূচীতে সকল স্তরের নেতাকর্মীসহ বিভিন্ন সময়ে আহত ও নিহত হয়েছেন সেই সকল পরিবারের সদস্যদের প্রতিবাদ ও মানববন্ধনে উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি।

রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও বিএনপি নেতা প্রিন্সিপাল বিপ্লবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য জরিনা ও রিতা, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট প্রমূখ।

এসময়  রাজশাহী মহানগরীর ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, সাবেক সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার মন্ডল, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, রাজশাহী মহানগর মহিলা দলের সভাপতি এডভোকেট রওশন আরা পপি, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌসী, মহিলা নেত্রী গুলশান আরা মমতা ও লাভলী ও জাসাসের সদস্য সচিব সেলিম রেজাসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.