মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আসন ভাগাভাগি নিয়ে ১৪ দলের সঙ্গে দুই-এক দিনের মধ্যে সমঝোতা হবে: ওবায়দুল কাদের

প্রিয় রাজশাহী ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় ১৪ দলও শেখ হাসিনার নেতৃত্বে একসঙ্গে লড়বে।  আসন ভাগাভাগি নিয়ে ১৪ দলের সঙ্গে দুই-এক দিনের মধ্যে আওয়ামী লীগের সমঝোতা হবে। মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

১৪ দলের শরিকদের সঙ্গে আসন সমঝোতার প্রশ্নে তিনি বলেন, ১৪ দলের দাবি থাকতেই পারে। তবে আওয়ামী লীগ জনপ্রিয়দের মূল্যায়ন করবে। নির্বাচনে জেতার মতো প্রার্থীকে বেশি গুরুত্ব দেওয়া হবে।

সোমবার রাতে ১৪ দলের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, রাজনৈতিক প্রসঙ্গে ১৪ দলের সঙ্গে মূল আলোচনা হয়েছে।

তিনি বলেন, প্রার্থিতা বাতিল করা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। কোনো অবস্থায় স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনে বাধা নেই। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে কেউ কাউকে বাধা দিতে পারবে না।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ একতরফা নির্বাচন করছে না, বরং যারা গুজব ছড়াচ্ছে তারাই নির্বাচনে একতরফা বাধা দিচ্ছে।

তিনি বলেন, আমাদের মূল লক্ষই হলো দেশরক্ষা করা। স্বতঃস্ফূর্ত ভোটার উপস্থিতির মাধ্যমেই আওয়ামী লীগ সব কিছুর জবাব দেবে।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.