নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাত, ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগ রাজশাহী জেলা শাখার নব-নির্বাচিত নেতৃবৃন্দরা।
আজ মঙ্গলবার সন্ধ্যায় নগর ভবনে মেয়রের দপ্তরে নর্বনিবাচিত সভাপতি রুহুল আমিন তালুকদার ও সাধারন সম্পাদক মোহাম্মদ সেলিমসহ বিভিন্নস্তরের নেতাকর্মীরা মেয়র খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানান ও মতবিনময় করেন।
এসময় রাজশাহী জেলা শ্রমিক লীগের সভাপতি আবদুল্লাহ খান, সাধারন সম্পাদক আবু বাক্কার সিদ্দিক, জেলা শ্রমিক লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি খোকন শেখ, রাজশাহী জেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান, রাজশাহী সংবাদপত্র হর্কাস শ্রমিক ইউনিয়ন সাবেক সভাপতি শ্রমিক নেতা জামিউল করিম সুজনসহ জেলা শ্রমিক লীগ ও রিক্সা ভ্যান শ্রমিক লীগের নেত্ববৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।