শনিবার | ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

উইলিয়ামসের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের ইতিহাস

শেন উইলিয়ামসের সেঞ্চুরিতে ওয়ানডে ক্রিকেটে দলীয় সর্বোচ্চ ৪০৮ রানের রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে।

বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে। ওয়ানডে ক্রিকেটে এটাই তাদের দলীয় সর্বোচ্চ রান।

এর আগে ২০০৯ সালে কেনিয়া সফরে সর্বোচ্চ ৩৫১ রান করে জিম্বাবুয়ে। তবে ওয়নাডেতে দলীয় সর্বোচ্চ ৪৯৮ রানের মালিক ইংল্যান্ড ক্রিকেট দল।

সোমবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের ইতিহাস গড়ার ম্যাচে ১০১ বলে ২১টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ১৭৪ রানের ইনিংস খেলেন শেন উইলিয়ামস। এটা ওয়ানডে ক্রিকেটে জিম্বাবুয়ের কোনো ব্যাটসম্যানের তৃতীয় সর্বোচ্চ রান।

এর আগে জিম্বাবুয়ের হয়ে ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ ১৯৪* রানের অনবদ্য ইনিংস খেলেন চার্লস কভেন্ট্রি। ১৭৮* রানের অনবদ্য ইনিংস খেলেন সাবেক অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে: ৫০ ওভারে ৪০৮/৬ রান (শেন উইলিয়ামস ১৭৪, জয়লর্ড গাম্বি ৭৮, সিকান্দার রাজা ৪৮, রায়ান বুর্ল ৪৭, ইনোসেন্ট কায়া ৩২; অভিষেক পারাদকার ৭৮/৩, জেসি সিং ৯৭/২)।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.