শুক্রবার | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহী ইসলামী শিক্ষা মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক রাজশাহী ইসলামী শিক্ষা গবেষণা কেন্দ্র ও মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন সমাজসেবী, নারীনেত্রী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আকতার রেনী।

বুধবার (৬ ডিসেম্বর) স্কুলে প্রাঙ্গণে আলোচনা সভার মধ্যে দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আরমান আলী।

বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ও সমাজসেবা অধিদফতরের সহকারি পরিচালক ড. আবদুল্লাহ আল ফিরোজ, স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ইঞ্জিনিয়ার আবদুল আজিজ রনি, স্কুলের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক রেজওয়ানুর রহমান, সিনিয়র শিক্ষক আবু ফরহাদ, মসরুল হাসান প্রমুখ।

প্রধান অতিথি শাহীন আকতার রেনী বলেন, শিক্ষার্থীদের দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে হবে। কোমলমতি শিক্ষার্থীদের ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.