পাকিস্তানের সাবেক তারকা পেসার মোহাম্মদ আমির বিশ্বের অন্যতম সেরা তিন ব্যাটসম্যানের নাম প্রকাশ করেছেন।
রোববার নিজের ইউটিউব চ্যানেলে একটি প্রশ্নোত্তর পর্বে বর্তমান বিশ্বের শীর্ষ তিন ব্যাটসম্যান এবং বোলারের নাম প্রকাশ করেছেন আমির।
তিনি বলেন, টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির তিন ফরম্যাটেই বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান হলেন বিরাট কোহলি। টেস্ট আর ওয়ানডের জন্য আমি বাবর আজমকে এগিয়ে রাখব। আর ভারতের তরুণ তারকা ওপেনার শুভমান গিল- আমি মনে করি সে ধারাবাহিক পারফর্ম করে ভবিষ্যত তারকা হয়ে উঠবে।
বর্তমান বিশ্বে আমিরের দেখা সেরা তিন পেসারের মধ্যে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট অন্যতম। তাকে আমি নাম্বার ওয়ানেই রাখন। তারপর পাকিস্তানের তরুণ পেসার নাসিম শাহ আর অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক।
আর কোচ হিসেবে পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচ মিকি আর্থারকে এগিয়ে রাখলেন আমির।
অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান সেমিফাইনালে খেলবে- এমনটি জানিয়ে আমির বলে, পাকিস্তান বিশ্বকাপের শীর্ষ চারে থাকবে। এশিয়ার কন্ডিশনে খেলা হওয়ায় আমার বিশ্বাস বাবর আজমরা ভালো করবে।