মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দুইদিনব্যাপি বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড’র বৃত্তি পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড এর অধিনস্থ বিদ্যালয় সমুহের শিক্ষার্থীদের অংশগ্রহনে দুইদিনব্যাপি বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে।

রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটির আয়োজনে এই বৃত্তি পরীক্ষার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী বিভাগের আহ্বায়ক গোলাম সারওয়ার স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনি।

নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী মহানগরের সচিব ফারুক হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড এর উপ-পরীক্ষা নিয়ন্ত্রক গোলাম কিবরিয়া ও নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি চন্দ্রিমা থানার সভাপতি সাইদুর রহমান। এছাড়াও বিভিন্ন থানার সভাপতি, সচিব, প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের এর এই কার্যক্রমের প্রশংসা করে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ শিক্ষার দিক থেকে অন্যান্য রাষ্ট্রের থেকে অনেক এগিয়ে। এটা সম্ভব হয়েছে সম্মিলিত প্রচেষ্ঠা। কারণ সরকারী ভাবে যেমন শিক্ষা কার্যক্রম এগিয়ে চলছে, তেমনি বেসরকারীভাবেও দ্রুততার সাথে এগিয়ে চলছে শিক্ষা কার্যক্রম।

তিনি বলেন, কিন্ডারগার্টেনগুলো শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে শুধু কাজ করছেনা, একজন ছাত্রকে তারা দক্ষ ও মেধাবী করে গড়ে তুলতেও সহযোগিতা করছে। সেইসাথে বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সুষ্ঠু প্রতিযোগিতামূলক মনোভাব তৈরীতে কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।

বক্তব্য শেষে তিনি দুইদিনব্যাপি বৃত্তি পরীক্ষার উদ্বোধন ঘোষনা করেন। এরপর তিনি সকল অতিথিদের সাথে করে পরীক্ষা হল পরিদর্শন করেন।

সভাপতি গোলাম সারওয়ার স্বপন বলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড এর মাধ্যমে কিন্ডারগার্টেন এর শিক্ষার্থীদের প্রতিবছর বৃত্তি পরীক্ষা গ্রহন করা হচ্ছে। প্রতি বছর শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবারে চল্লিশ হাজার শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করছে। আগামী বছরগুলোতে শিক্ষার্থীর সংখ্যা আরো বাড়বে বলে আশাব্যক্ত করেন তিনি। তিনি আরো বলেন, কিন্ডারগার্টেন বিদ্যালয়গুলোকে সরকারের নজরে রাখার জন্য ইতোমধ্যে সরকার থেকে বেসরকারী প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা ২০২৩ অনুসরন করে পাঠদানের অনুমতি গ্রহনের লক্ষ্যে ডিসেম্বরের মধ্যে আবেদন করতে বলায় তিনি সরকারকে ধন্যবাদ জানান। সেইাসাথে এই দুইদিন সুন্দর ও সুষ্ঠুভাবে বৃত্তি পরীক্ষা গ্রহন করার জন্য দায়িত্বপ্রাপ্তদের অনুরোধ করেন তিনি।

উল্লেখ্য এবারে রাজশাহীতে রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয় ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল বিদ্যালয়ে পরীক্ষা গ্রহন করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.